ভিজিএফের চাল জব্দের ঘটনায় দোহারে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ভিজিএফের সরকারি চাল জব্দের ঘটনার বিচার দাবীতে ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় জনগনের টানা দুইদিন পৃথক মানববন্ধন কর্মসুচী ও বিক্ষোভের ফলে অবশেষে উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা রিবার স্বাক্ষরিত এক চিঠিতে ভিজিএফের সরকারি চাল জব্দের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।তদন্ত কমিটির সদস্যরা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উল্লেখ্য,দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের গুদামে রোববার রাতে গুদাম থেকে ভিজিএফের প্রায় ৩০০ বস্তা সরকারি চাল জব্দ ও গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভুমি)জ্যোতি বিকাশ চন্দ্র।এ ঘটনায় সোমবার সকালে উপজেরা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা জব্দকৃত চাল অবমুক্ত করে তা বিতরনের নির্দেশ দেন বিলাশপুর ইউনিয়ন পরিষদকে।উক্ত ঘটনার প্রেক্ষিতে গত সোমবার সকালে গুদামের সীলগালা খোলা দেখে প্রথম বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী করেন এলাকাবাসী। পরবর্তীতে গতকাল মঙ্গলবার পুনরায় বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

আপনি আরও পড়তে পারেন