ডেঙ্গুর ছোবলে ডা. তানিয়ার মৃত্যু, মাকে হারিয়ে কাঁদছে তিন বছরের শিশু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. তানিয়া সুলতানা মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিউতে তিনি মৃত্যুবরণ করেন।

ডাক্তার এসোসিয়েশন (ড্যাব) এর সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শাকিল রহমান জানান, ডা. তানিয়া সুলতানা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। শিশুরোগ বিষয়ে এফসিপিএস পার্ট-১ পাস করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে ছিলেন তিনি।

ডেঙ্গু শক সিন্ড্রোমে উইথ মাল্টি অর্গান ফেইল্যরে আক্তান্ত হয়ে চার দিন থেকে চিকিৎসারত ছিলেন তানিয়া সুলতানা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. তানিয়া সুলতানার তিন বছরের এক শিশু সন্তানের জননী। তানিয়ার মৃত্যুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ চিকিৎসক সমাজে এখন বইছে শোকের ছায়া।

আপনি আরও পড়তে পারেন