দোহারে প্রশাসনের যৌথ অভিযানে ৬ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ

তানজিম ইসলাম

ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে তা আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। এ সময় এক দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড পাগলা’র স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসিফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ দল জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে ৫টি গোডাউন থেকে ৩৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরে তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মান্নান, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজিব শরীফ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন