নবাবগঞ্জ দোহারে ৮ দিনে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি ১৮

 দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৮দিনে ১৪৭জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। বুধবার বিকাল ৫টা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জন রোগী ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন রোগী ভর্তি রয়েছেন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম ও দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন এখবর নিশ্চিত করেছেন। নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বুধবার দুপুরে জানা যায়, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ৮০ ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। এরমধ্যে ১৮জনকে ভর্তি রাখা হয়। দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং মনির হোসেন নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৫জন রোগী ভর্তি রয়েছেন। উল্লেখ যোগ্য রোগীরা হলেন, মো. রুহুল আমিন (৪০), মেহনাজ রিয়া (২২), সদানন্দ (৭৫), রুহুল আমিন (৪০), আশা মনি (১৮), লিমন (২৬)। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, গত ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত ৬৭ ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। এরমধ্যে ৭জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ১৩জনকে ভর্তি রাখা হয়। বুধবার বিকাল পর্যন্ত ৩জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম জানান, ভর্তিকৃত রোগীরা আশঙ্কা মুক্ত রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরিক্ষা নিরিক্ষার যন্ত্রাদি না থাকায় বাহিরের ক্লিনিকগুলোতে পরীক্ষা করিয়ে ডেঙ্গু রোগ নিশ্চিত হতে হয়। তবে সরকারি নির্দেশ অনুযায়ী কম খরচে পরীক্ষা নিরিক্ষার জন্য ক্লিনিক গুলোতে নির্দিশ দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন