ফটিকছড়ি সরকারের বিভিন্ন ভাতাসমূহ ডিজিটাল উপায়ে প্রদানে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি প্রতিনিধি:
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রমের ভাতাসমূহ ডিজিটাল উপায়ে প্রদানে সচেতনতা মূলক সভা আজ মঙ্গলবার (৬ আগস্ট) চট্টপ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে আয়োজিত সভায় লেলাং ইউ.পি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ. এম আবু তৈয়ব। সভার উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আচার্য্য। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান জেবুন নাহার মুক্তা।
যুবলীগ নেতা মীর মোরশেদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে সাবেক ছাত্রনেতা জয়নাল অাবেদীন, ইউ.পি’র সাবেক প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, লেলাং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল, সাংগঠনিক সম্পাদক শহীদুল আনোয়ার, নুর মোহাম্মদ, লেলাং ইউপি প্যানেল চেয়ারম্যান ইফতেহার উদ্দীন মুরাদ, আজম খাঁন ও রুমা আক্তার, ইউপি সদস্য যথাক্রমে মোহাম্মদ আইয়ুব, আনোয়ার পাশা হানিফ, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ রফিক, মওলানা ওসমান, অনিতা রাণী প্রমূখ।
পরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে লেলাংয়ের দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন