শরণখোলায় নিরাপদ সড়ক ও নাছিমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

আবু হানিফ, বাগেরহাট অফিস ঃ

বাগেরহাটের শরণখোলায় নিরাপদ সড়ক ও বাস চাপায় নিহত নাছিমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে শিক্ষার্থীরা । শরণখোলা সরকারি কলেজ ছাত্রলীগের অয়োজনে মঙ্গলবার সকালে প্রেসক্লাব চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদল চত্তর গিয়ে এক পথসভায় অংশ নেয়। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল শরিফ, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ । উল্লেখ্য সোমবার বেলা ১১ টায় তাফালবাড়ি থেকে মোরেলগঞ্জগামী মাহফুজ নামের একটি যাত্রীবাহী বাস রায়েন্দা বাদল চত্তর আসলে সামনে থাকা একটি অটোভ্যানের উপর উঠিয়ে দেয় । এতে ওই ভ্যানে থাকা ড্রাইভারসহ ৪ জন গুরুতর আহত হয় । আহতদের উদ্ধার প্রথমে শরণখোলা হাসপাতালে পরে খুলনা মেডিকেলে পাঠানো হয়। গুরুতর আহত ৪ জনের মধ্যে সোমবার রাত ১০ টায় নাছিমা আক্তার (৩৬) নামের একজনের মৃত্যু হয় । অপরদিকে নিহত গৃহবধূ নাছিমা আক্তারের ছেলে নাজমুলের অবস্থাও আশংকাজনক ।

আপনি আরও পড়তে পারেন