চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ির গেটের ছাদ ধসে ১০ বছরের স্কুল ছাত্রের  করুন মৃত্যু এবং আহত ৪। 

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা (৮/০৮/১৯)
 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে একটি  বাড়ির গেটের ছাদ ধসে পড়ে ১০ বছরের  শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন শিশু মারাত্মকভাবে আহত হয়েছে।
জানা গেছে,  আসন্ন  ঈদ উপলক্ষে আনান্দ করতে গিয়ে বৃহস্পতিবার ৬ টার দিকে বাঁকা গ্রামের নওদা পাড়ার চার-পাঁচজন শিশু প্রতিবেশী হাবিবুরের বাড়ির গেটের ছাদের উপরে উঠে বাজি ফোটায়। এমতাবস্থায় গেটের ছাদটি  ধসে পড়ে। এবং ছাদের  নিচে দাড়িয়ে থাকা  নাঈম নামের ১০  বছরের একটি শিশু চাপা পড়ে মর্মান্তিক ভাবে ঘটনাস্থলেই  মারা যায়। প্রত্যক্ষদর্শীরা ছাদের নিচে চাপা পড়া সাইফুল ইসলাম এর ছেলে রিফাত (১০)শফি উদ্দিনের ছেলে হুসাইন (৯)আনসার আলীর ছেলে ছেলে রাজু (৮)এবং জামালের ছেলে লিমন (১১) কে সেখান থেকে দ্রুত   উদ্ধার করে জীবনননগর উপজেলা   স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ হেলেনা আক্তার নিপা জানান বাঁকা গ্রামের গেটের ছাদ ধসে পড়ে  চারজন শিশু মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে । এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
 এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান  বাঁকা গ্রামের হাবিবুর রহমানের বাড়ির গেটের ছাদ ধসে পাঁচজন জন শিশু চাপা পড়ে।   এবং এদের মধ্যে একজনের  ঘটনাস্থলেই  মর্মান্তিক মৃত্যু হয়।

আপনি আরও পড়তে পারেন