শিশুদের গরুর রচনার বদলে ডেঙ্গু নিয়ে পড়াতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

স্কুলপড়ুয়া শিশুদের এখন গরুর রচনা পড়িয়ে লাভ নেই এখন পাঠ্যবইয়ে ডেঙ্গু, এডিস মশা ও যানজট নিয়ে পড়ানো উচিত বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মো. তাজুল ইসলাম।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডেঙ্গুবিষয়ক অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, ‘কারিকুলামে গরুর রচনা পড়িয়ে আমার কতটুকু লাভ হবে। তারচেয়ে বরং ট্রাফিক সিগন্যাল পড়ানো, এডিস মশা কী জিনিস শেখানো, কোথায় জন্ম হয়, ছোটবেলা থেকে শিখলে, লাইফে অ্যাপলিকেশন আছে এমন যদি সিলেবাসে থাকে তবে অসুবিধা কোথায়? কোন রচনা পড়াব, কোন গল্প পড়াবো এ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে।’

মন্ত্রী জানান, ‌ঢাকা শহরকে হংকং-সিঙ্গাপুর বানানো হবে। মশা নিয়ে গবেষণা করতে হবে। সেই সঙ্গে এখান থেকে শিক্ষা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমন্বিত উদ্যোগ ছাড়া এই মশার থাবা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় বলেও তিনি মনে করেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তরের প্রত্যেকটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে চিরুনি অভিযান চালানো হবে। সেই সঙ্গে কোনো বাসায় যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় তবে জরিমানা করা হবে।

আপনি আরও পড়তে পারেন