কমিউনিষ্ট নেতা খন্দকার আলী আব্বাসের মৃত্যু বার্ষিকী পালিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক পলিটব্যুরোর সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঢাকার নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র‌্যালী বের করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা শাখা। পরে তার কবরে পুস্পস্তবক অর্পণ শেষে নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। নবাবগঞ্জের কাশিমপুরে প্রয়াত নেতার বাড়িতে আলোচনার আয়োজন করা হয়। এতে বামপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জননেতা খন্দকার আলী আব্বাসের সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বিপ্লব ও বিপ্লবীর মৃত্যু নেই। ৭০ ও ৮০’র দশকে নবাবগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলে তিনি ছিলেন কিংবদন্তীতুল্য রাজনৈতিক ব্যক্তিত্ব। শুধু তাই নয় তিনি সারাদেশের মুক্তি পাগল মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত পথ দেখিয়েছেন। তিনি এমপি, মন্ত্রী, মেয়র হওয়ার লালশাকে পদদলিত করে নীতি ও আদর্শের প্রতি থেকেছেন আপোষহীন। তাই এদেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে খন্দকার আলী আব্বাস অমর অনুপ্রেরণা হয়ে থাকবেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার সভাপতি কমরেড আব্দুল বারেক সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক কমরেড আজহারুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বেবী আব্বাস, নাসির উদ্দিন বাহার, আব্দুল জলিল, শাহ মো.আসাদুল্লাহ, আসলাম খান, সাম্যবাদী দলের সুভাস ঠাকুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। ছবির ক্যাপশনঃ শনিবার সকাল বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জে জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শোক র‌্যালী বের করা হয়। পরে পুস্পস্তবক অর্পণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন