‘ডেঙ্গু রোগীর ও লাশের সংখ্যাও নিয়ন্ত্রণ করছে সরকার’

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকার বাইরেও ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ও লাশের সংখ্যা এখন ক্ষমতাসীন সরকার নিয়ন্ত্রণ করছে।

তিনি বলেন, আওয়ামী নেতা-এমপি-মন্ত্রীদের ফটোসেশনে কাজ হবে না। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।

বুধবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, প্রাইভেট হাসপাতাল এবং হাসপাতালে ভর্তি না হতে পেরে বাসায় চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী, তাদের সংখ্যা সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয় না। বাস্তব ঘটনা হচ্ছে- সরকার ডেঙ্গু মহামারিতে আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ন্ত্রণ করছে।

বিএনপির এ নেতা বলেন, প্রতিদিন দেশের কোনো না কোনো অঞ্চলে বা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। রোগীতে ঠাসা দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল।

রিজভী আরও বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়ররা বলেছেন- এডিস মশা মারার জন্য কার্যকর ওষুধ আনা হয়েছে। প্রকৃত অবস্থা হচ্ছে- এই ছিটানো ওষুধে এডিস মশা আরও উৎসাহিত হয়ে সন্তানসন্তুতি ব্যাপকভাবে উৎপাদন করে যাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন