জগন্নাথপুরে অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়ানো হয়েছে

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরের বিভিন্ন নদ-নদী থেকে ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান। জানাযায়, সরকার কর্তৃক নিষিদ্ধকৃত অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগ এর ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এর নেতৃত্বে পুলিশ ফোর্স ২২ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার উপজেলার নলজুর নদী,ইটাখোলা নদী ও বাদাউড়া খালে বিশেষ অভিযান পরিচালনা করে সাত হাজার মিটার কারেন্টজাল জব্দ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই জাল গুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান বলেন, অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে নদ-নদী ও জলাশয়ে মাছ ধরার কারণে সাত হাজার মিটার কারেন্টজাল উদ্ধার করে আমরা পুড়িয়ে ফেলেছি। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন