অবশেষে নবীনগরে নদী ভাঙন রোধে তৈরি হচ্ছে বেড়িবাঁধ স্বস্তিতে নদীতীরবর্তী জনগন

মোঃ দেলোয়ার হোসেন নবীনগর উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিম অঞ্চল ধরাভাঙ্গা হতে বরিকান্দি পর্যন্ত নদী ভাঙন রোধে ৭১কোটি ০৯ লক্ষ ৯৫হাজার টাকার বেড়িবাঁধ নির্মানের প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন দেয়া হয়, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই অনুমোদন দেয়া হয়। গত মঙ্গলবার একনেকের নিয়মিত সভায় প্রকল্পটি অনুমোদনের পর খবর টি গতকাল এলাকায় ছড়িয়ে পরলে নদীতীরবর্তী জনগণের মুখে ফোটে উঠেছে আনন্দের হাসি। নদীতীরবর্তী বরিকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন ভুইয়া তার প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন অনেকেই ঘরবাড়ি নদীতে একাধিক বার বিলীন হয়ে গিয়েছে ভিটেমাটি হারিয়ে অনেকেই এখন নিঃস্ব হয়ে গিয়াছে, আমরা এলাকাবাসী নবীনগরের উন্নয়নের রুপকার তথ্য মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সদস্য মাননীয় সংসদ জনাব এবাদুল করিম বুলবুল সাহেবের নিকট আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রকল্পটি অনুমোদন করানোর জন্য। ধরভাঙ্গা গ্রামের হেলাল মিয়া বলেন এই প্রকল্পটি অনুমোদন দিয়ে বঙ্গবন্ধু কন্যা নদীতীরবর্তী জনগণের মুখে ফোটিয়ে তুলেছেন আসলেই তিনি প্রমান করলেন এই সরকার জনগনের সরকার গ্রাম হবে শহর এই শ্লোগানের বাস্তবতা প্রমান করলেন আমারা আশাবাদী খুব দ্রুত প্রকল্প বাস্তবায়ন করার জন্য যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। উল্লেখ থাকে যে গত ২৮ শে জুলাই নদী ভাঙন পরিদর্শন করতে স্হানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল সাহেবের আমন্ত্রনে নবীনগর এসেছিলেন পানি সম্পদ প্রতি মন্ত্রী জনাব জাহিদ ফারুক এম, পি তিনি বলে গিয়েছিলেন খুব দ্রুত সরকারের সহায়তায় নদী ভাঙন রোধে একটি স্হায়ী প্রকল্প গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।

আপনি আরও পড়তে পারেন