দেশে স্বাধীনতার শত্রুরা দেশে এখনও সক্রিয়: এমপি বাদশা

রাজশাহী ব্যুরো ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না)

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, দেশে স্বাধীনতার শত্রুরা এখনও দেশে সক্রিয় রয়েছে। আওয়ামী লীগ তাদের সঙ্গে আপস করে চলছে। কিন্তু ওয়ার্কার্স পার্টি কারও সঙ্গে আপস করে না। রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সাধারণ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পার্টির দশম কংগ্রেস উপলক্ষে শনিবার সকালে রাজশাহীর শহীদ এইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ফজলে হোসেন বাদশা বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, ২১ আগস্ট ঘটিয়েছে তারা এখনও সক্রিয় রয়েছে। কেউ কেউ তো এখন প্রচ- ক্ষমতারও অধিকারী। তিনি আরো বলেন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র সংবিধানের চার মূলনীতি। বঙ্গবন্ধু বলেছিলেন, এই চার মূলনীতি যদি আমার মৃত্যুর পরও বাস্তবায়ন হয় তবে আমার আত্মা শান্তি পাবে। আর যদি না হয় তবে আমার দ্বিতীয় মৃত্যু হবে। আজ এই চার মূলনীতির কোনো বাস্তবায়ন নেই। রাজশাহী-২ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের মানুষ এখন সংকটের মধ্যে আছে। গত দুই সপ্তাহে রাজশাহীতেও অন্তত ৫০টি সন্ত্রাসী কর্মকা- ঘটেছে। একজনের বিপদে অন্য কেউ এগিয়ে আসছে না। এই অবস্থায় মানুষের যদি কারও প্রতি ক্ষীণ আস্থা থেকে থাকে তবে সেটা ওয়ার্কার্স পার্টি। তাই পার্টির নেতাকর্মীদের মানুষের পাশে থেকেই রাজনীতি করতে হবে। সভায় সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর সম্পাদকম-লীর সদস্য আবুল কালাম আজাদ, সাদরুল ইসলাম, এন্তাজুল হক বাবু, আবু সাঈদ, ফেরদৌস জামিল টুটুল, জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন