হঠাৎ ধসে পড়ল বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীরটি ধসে পড়েছে। বিমানবন্দরের পশ্চিমপাড়ার ওই প্রাচীরটি প্রায় ৫০ ফুটের মতো ধসে পড়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে ওই প্রাচীরটি ধসে পড়ায় অরক্ষিত হয়ে পড়েছে বিমানবন্দরটি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিমানবন্দরটির নিরাপত্তার জন্য কয়েক বছর পূর্বে ইট দিয়ে চারপাশে প্রাচীর নির্মাণ করা হয়, কিন্তু নির্মাণ কাজ মানসম্মত না হওয়ায় প্রাচীরটি ভেঙে পড়ে।

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বলেন, দ্রুত সীমানা প্রাচীরটি মেরামত করে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপাতত কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে প্রাচীরটি ধসে পড়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন