দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে সিরাজগঞ্জ বাজারে মানববন্ধন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়নের সমন্বয়ে ” দক্ষিণ ছাতক উপজেলা ” নামে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার  দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ” দক্ষিণ ছাতক উপজেলা ” নামক পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে ২৮ শে আগষ্ট রোজ বুধবার বিকালে ছাতকের দক্ষিণাঞ্চলের স্থানীয়  সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার সংলগ্ন সড়কে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পৃথক ব্যানারে দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতি, আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া বৃহত্তর কুর্শি আঞ্চলিক শাখা, সিংচাপইড়ের আল-ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, বানিকান্দির আল-কাওছার সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা ছাড়াও এলাকার সর্বস্তরের কয়েক শতাধিক লোকজন অংশ গ্রহণ করেন।
সিংচাপইড় ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্ব ও দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির  সাবেক সাধারন সম্পাদক মোঃ  রাজিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোলার বাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ  মুর্শেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা মোঃ  আবদুস সোবহান, বিশিষ্ট  মুরব্বী হাজী মোঃ  কালা মিয়া, মোঃ আবদুল মতিন,বিশিষ্ট  সমাজসেবী মোঃ  ফয়ছলুজ্জামান চৌধুরী, সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ  শফিক মিয়া, ওয়ার্ড সদস্য মোঃ  আজিজুর রহমান শান্ত, বিএনপি নেতা মোঃ  সায়েম আহমদ,মোঃ  আলী হোসেন মানিক, সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ  আবদুর রহমান ও সাবেক সভাপতি আলাছ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রাসেল আহমদ দীপু মিয়া, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ, তালামীয নেতা কয়েছ আহমদ প্রমূখ।
এসময় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক মেম্বার নুরুল ইসলাম, ইউপি সদস্য আবদুল জলীল, মুরব্বী হাজী নাজিম উদ্দিন, এলখাছুর রহমান, মানিক মিয়া, রইছ আলী, আবুল লতিফ, মখলিছ আলী, আক্কল আলী, কাছা মিয়া, সুরাব আলী, আবদুস সালাম, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আহমদ হোসাইন, হাফিজ আবদুল জলীল, মাওলানা সিরাজুল ইসলাম, আবদুল গফুর, আবদুল হামিদ, জাপা নেতা আবদুল ছালিক মিলন তালুকদার, যুবসংহতি নেতা জুবেদ আলী জুবেদ, মানবাধিকার নেতা সাজু মিয়া, স্থানীয় আলকাব আলী, লাল মিয়া, শিবলু মিয়া, লুৎফুর রহমান, আকতার হোসেন, হাফিজ জামাল উদ্দিন, মাওলানা মিজানুর রহমান, নজরুল ইসলাম (চান মিয়া), রাকিব আলী, আবুল বশর, নজরুল ইসলাম, মো. জাকারিয়া, সেবুল মিয়া, আকতার হোসেন সুমন,
দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা (শ্রেষ্ট যুব সংগঠক) ফখরুল হোসেন, সমিতির ছামির আহমদ, সৈয়দ আলমগীর আহমদ, আজিজুর রহমান, মিজানুর রহমান সাইদ, আবদুল শহীদ, আমিনুল হক, সাইদুর রহমান, এমরান আহমদ, আল-আমীন আহমদ আকাশ, তুফায়েল আহমদ, বাহার উদ্দিন, নুর আলম, সোহাগ আহমদ, জাকারিয়া চৌধুরী, আল-ইত্তেহাদ সংস্থার মিজানুর রহমান, মো. রানা মিয়া, লুৎফুর রহমান, এমরান আহমদ-২, জুয়েল আহমদ, রুহুল আমিন, জুবায়ের আহমদ, আল-কাওছার সংস্থার এমরান আহমদ, মিতারুল আমিন, তাজ হোসেন, রাজা মিয়া, তালামীয নেতা ক্বারী জসিম উদ্দিনসহ স্থানীয় কয়েক শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যপ বলেন, দক্ষিণ ছাতকবাসী দীর্ঘ দিন ধরে দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ ছাতক উপজেলা’ নামে পৃথক একটি উপজেলা বাস্তবায়নের দাবী করে আসছেন। ইতোমধ্যে দক্ষিণ ছাতকের সর্বস্তরের লোকজন দলমত নির্বিশেষে ভৌগলিক সীমানা বিবেচনা করে সিরাজগঞ্জ বাজারকে উপজেলার স্থানও নির্ধারণ করে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেছেন; কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
বক্তারা, উপজেলার জন্য সিরাজগঞ্জ বাজারকে উপযুক্ত স্থান উল্লেখ করে আরো বলেন, সিরাজগঞ্জ বাজার এলাকায় রয়েছে পর্যাপ্ত সরকারি ও ব্যক্তি মালিকানাধিন ভূমি। ভটেরখাল নদীর তীর ঘেঁষে গড়ে উঠা এ বাজারের আশেপাশে রয়েছে স্কুল, মাদরাসা, মসজিদ, হাসপাতাল, মাজারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
এছাড়া এখানকার যোগাযোগ ব্যবস্থাও অন্যান্য এলাকার চেয়ে অনেক উন্নত। এখানকার জনসাধারণের দাবী বিবেচনায় নিয়ে দ্রুত দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান বক্তারা।

আপনি আরও পড়তে পারেন