রোহিঙ্গা শিবিরে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে শালবন রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করে র‍্যাব-১৫। এ সময় তাদের দেহ তল্লাশী করে পাওয়া দুইশ পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়ার বিশেষ রোহিঙ্গা ক্যাম্প-২৬ শালবাগান এলাকা থেকে র‍্যাব-১৫ অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ তাদেরকে আটক করে বলে নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর ক্যাম্প ইনচার্জ লে. মির্জা মাহাতাব।

আটক রোহিঙ্গারা হলেন, টেকনাফের হ্নীলা জাদিমোড়া এলাকার ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের সিকান্দার আলীর ছেলে মো. নুর ফয়েজ (৪৩), কেরুনতলি এলাকার মো. সাব্বির আহামদের ছেলে আবুল কালাম (২৯) ও হ্নীলা রঙ্গিখালী পশ্চিম নয়াপাড়া এলাকার এনায়েতুল্লাহর মেয়ে কহিনুর আক্তার (২৫)।

লে. মির্জা মাহাতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ২শ’ পিস ইয়াবাসহ এই ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন