আফগানিস্তানের দুই উইকেট তুলে নিলেন তাইজুল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে লড়ছে টাইগাররা। ম্যাচে বাংলাদেশ দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

বল হাতে নেমে প্রথমে ইহসানউল্লাহ জানাতকে ফিরিয়ে ভেঙেছেন ১৯ রানের উদ্বোধনী জুটি। ইহসানউল্লাহকে বোল্ড করে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল।

রাউন্ড দ্য উইকেটে তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে টার্ন করে ভেঙে দেয় স্টাম্প। ইহসানউল্লাহ ৩৬ বলে করেন ৯ রান।

এরপর জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। তবে সেই জুটিকেও দাঁড়াতে দেননি তাইজুল। ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে ২৯ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন তিনি।

ডাউন দ্য উইকেটে এসে বাঁহাতি স্পিনারকে ছক্কায় উড়াতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। নিজের বাঁ দিকে খানিকটা পেছনে দৌড়ে লং অফে ক্যাচ নেন মাহমুদউল্লাহ।

৬৯ বলে ৩ চারে ইব্রাহিম করেন ২১ রান। তখন ২৪ ওভার ১ বলে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪৮ রান।

১৭ রানে ব্যাটিং করা রহমত শাহর সঙ্গে এরপর যোগ দিয়েছেন হাশমতউল্লাহ শাহিদি।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

আফগানিস্তান একাদশ

ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ, জহির খান।

আপনি আরও পড়তে পারেন