ছাদ থেকে পড়ে কালীগঞ্জের আল-আমিন ব্রুনাইয়ে নিহত

গাজীপুরের কালীগঞ্জে প্রবাসী ছাইদুল ইসলাম আল-আমিন (২৫) ব্রুনাইয়ে নিহত হয়েছেন।শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

সে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের মো.বকুল সরকারের একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সে প্রায় এক বছর আগে চাকরি নিয়ে ব্রুনাই যায়। সেখানে সে রাজমিস্ত্রির কাজ করতেন। গত ৬ সেপ্টেম্বর শুক্রবার কাজে গিয়ে ব্রুনাই সময় দুপর দুইটায় নির্মাণাধীন সাত তলা ভবনের ছাদ থেকে পা ফসকে পরে যান তিনি। মাথা নিচের দিকে পরায় মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই মৃত্যুবরণ করেন।

নিহত আল আমিন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার অসুস্থ বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও দুই শিশু ছেলেকে নিয়ে দিশেহারা তার পরিবার। অনেক ধার-দেনা করে ঋণের বোঝা মাথায় নিয়ে একটু সুখ মা-বাবার স্বপ্ন আর সন্তানের সুন্দর ভবিষ্যত গড়ার আশায় প্রায় এক বছর আগে পাড়ি জমান প্রবাসে। কাজ ও বেতন ভালো না হওয়ায় ঋণ পরিশোধ করা হয়নি তার। মা-বাবা, এক বোন, স্ত্রী ছাড়াও পরিবারে চার ও তিন বছর বয়সী দুটি শিশু ছেলে সন্তান রয়েছে তার। পরিবারে দু’ ভাইবোনের মধ্যে সে ছোট আর বড় এক বোন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

আপনি আরও পড়তে পারেন