যে সমাজ শিক্ষকদের কদর বুঝে সে সমাজের উন্নতি হয়: পীর মিসবাহ

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, যে সমাজ শিক্ষকদের কদর বুঝে সে সমাজের উন্নতি হয়, সে সমাজ সামনের দিকে এগিয়ে যায়। এর অগ্রগতি কেউ রুখতে পারে না।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ‘বন্ধু এক্সপ্রেস, সুনামগঞ্জ’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষাই হল জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড বিনির্মাণ করেন মহান পেশায় নিয়োজিত শিক্ষকরা। তারা আছেন বলেই শিক্ষা আছে, দেশ ও সমাজ এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে।

এ সময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, নারীনেত্রী শিলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মাহির আবরার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহারুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিজন সেন রায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের ২৮ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

আপনি আরও পড়তে পারেন