চোখে জল, আবেগে বিজ্ঞানীকে বুকে জড়িয়ে ধরলেন মোদি

চাঁদের বুকে অবতরণের কথা ছিল ভারতীয় মহাকাশ যান চন্দ্রযান-২ এর। অবতরণের ঠিক শেষ মুহূর্তেই ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয় যানটি।  আর এতে ভেঙে পড়ে ভারতীয় মহাকাশষ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা।  ইসরোর’র প্রধান বিজ্ঞানী কে শিবান কান্নায় ভেঙে পড়েন। আবেগে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

আজ শনিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য ইসরোয় হাজির হন মোদিসহ কয়েকজন রাজনীতিবিদ। মোদি ইসরো’র প্রধান বিজ্ঞানীকে শিবানসহ অন্যদের সান্ত্বনা দিয়ে তাদের সাহসী অভিযানের প্রশংসা করেন।

ভাষণে মোদি মনোবল ভেঙে যাওয়া বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, ‘চাঁদে যাওয়ার মনোবল আমাদের আরও দৃঢ় হলো এবং শিগগিরই সুসময় আসবে।’

তিনি বলেন, ‘আমাদের সমৃদ্ধ ইতিহাস অনুযায়ী, আমাদের গতি কমিয়ে দিলেও স্পিরিট থামিয়ে দেওয়া যায় না। আমরা আবার ঘুরে দাঁড়াই এবং আরও চমৎকার কিছু করে দেখাই। আর এ কারণেই আমাদের সভ্যতা এত উচুতে পৌঁছেছে।’

ভারতের প্রধানমন্ত্রী মহাকাশ বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, ‘এই যাত্রা ও প্রচেষ্টা অনেক গুরুত্বপূর্ণ। আমি গর্ব করে বলতে পারি, প্রচেষ্টা ভালো ছিল বলেই চাঁদে যাত্রা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা অনেক পরিশ্রম করেছেন, অনেক পথ পাড়ি দিয়েছেন যা আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। এই শিক্ষা থেকে আজ থেকে আমরা আরও দৃঢ় ও উন্নত হবো।’

ভাষণ শেষে বিজ্ঞানীদের সঙ্গে হাত মিলিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে তৈরি হলো এক আবেগঘন মুহূর্ত। আবেগে ইসরো প্রধান ড. কে শিবানকে নিজের বুকে টেনে নিলেন মোদী।  পিঠ চাপড়ে সান্ত্বনা দিলেন।  সে সময় চোখের কোণ যেন চিকচিক করে উঠল মোদিরও।

এর আগে গতকাল শুক্রবার রাতেও প্রধানমন্ত্রী মোদি চন্দ্রযান-২ এর অভিযান দেখার জন্য ইসরো’র প্রধান কার্যালয় ব্যাঙ্গালুরুতে যান।  শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের পর চন্দ্রযান-২ চাঁদে অবতরণের একেবারে শেষ মুহূর্তে নিখোঁজ হয়।  গতকাল শুক্রবার রাত ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫৫ মিনিটকে ‘দুশ্চিন্তার মুহূর্ত’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সবকিছু ঠিকঠাক থাকলে আজ  শনিবার ভোর রাতে ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে চন্দ্রযান-২ থেকে বেরিয়ে পড়ার ছিল এর রোভারের।  ১৪ দিন ধরে সেটির চাঁদে বরফ কণার খোঁজ ছাড়াও খনিজ সম্পদের খোঁজ করার ছিল।  আর এ ১৪ দিনে রোভারটির চাঁদ থেকে ছবি পাঠানোর কথা ছিল।

চন্দ্রযান-২ সফলভাবে অবতরণ করতে পারলে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে যাওয়ার গৌরব অর্জন করতে পারত।  এর আগে চাঁদে অবতরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-২।  তার এক সপ্তাহ আগে অবতরণের ৫৬ মিনিটের মাথায় প্রথমবারের উৎক্ষেপণ বাতিল হয়। দ্বিতীয়বারের চেষ্টায় মাত্র ১ মিনিটেই এটিকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন