নবাবগঞ্জের গণমানুষের কথা শুনলেন সালমান এফ রহমান এমপি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাধারণ গণমানুষের সুখ-দুঃখ, সুযোগ-সুবিধার কথা শুনলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) সাংসদ সালমান ফজলুর রহমান। শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ সাক্ষাৎ পর্ব চলে। এতে উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ১২০জন সাধারণ মানুষ এমপির সাথে কথা বলেন। তাৎক্ষণিক তিনি বেশ কিছু সমস্যার সমাধানও করেন। এসময় সালমান এফ রহমান বলেন, আমি চাই আমার এলাকার সকল জনগণ সুখে, শান্তিতে বসবাস করবে। তাই আমি আমার দায় থেকে আজ জনসাধারণের সুখ দুঃখের কথা শুনতে এসেছি। এসময় ব্যক্তিগত জায়গা জমির সমস্যা নিয়ে আসা এক বৃদ্ধা বলেন, আমাগো বাড়ির জায়গা-জমি নিয়্যে জামেলা লাগছে। এর লিগে আইজ আমাগো এমপি সাবের লগে দেহা কইরে কতা কইছি। ওনি খুব বালা মানুষ। আমার সব কতা মন দিয়ে হুনছে। সমাধানেরও আশ্বাস দিছে। দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, কলেজে মাস্টার্স শেষ বর্ষ প্রবর্তণের বিষয়ে আলোচনা করেছি। তিনি এব্যাপারে একটি ডিও লেটারও দিয়েছিলেন। সেটা বর্তমানে শিক্ষা মন্ত্রনালয়ে আছে। সেটাকে আপডেট করার জন্য কথা বলতে এসেছিলাম। এমপি সাহেব আমাকে আশ্বাস দিয়ে বলেছেন, শিগগিরই শিক্ষা মন্ত্রনালয়ের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে। শোল্লা ইউনিয়ন থেকে আসা দেওয়ান আওলাদ হোসেন ও নজির আহমেদ বলেন, সাম্প্রতিক কোমরগঞ্জ একটি থানা হবে বলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘোষণা দিয়েছেন। নতুন হতে যাওয়া এ থানায় শোল্লা ইউনিয়নকে সংযুক্ত করা হয়েছে। আমরা শোল্লাবাসী কোমরগঞ্জ থানার সাথে যেতে চাই না। আমরা নবাবগঞ্জ থানার সাথে থাকতে চাই। তাই ইউনিয়নবাসীর পক্ষ হতে আমরা এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। এসময় তিনি আমাদের আশ্বাস দিয়ে বলেন, কাগজপত্র দেখে যেটা ভাল হয় সেটাই করা হবে। পরে বিকালে সালমান ফজলুর রহমান এমপি দোহারের জনসাধারণের সমস্যার কথা শুনতে দোহারের সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মো. জালাল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সহ- স¤পাদক মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান- মো. ইব্রাহিম খলিল, এড. সাফিল উদ্দিন মিয়া, নন্দলাল সিং, পান্নু মিয়া, দেওয়ান তুহিন রহমান প্রমুখ। ছবির ক্যাপশনঃ শনিবার ঢাকার নবাবগঞ্জের গণমানুষের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

আপনি আরও পড়তে পারেন