দুদক পরিচালকের দগ্ধ স্ত্রী আর নেই

রাজধানীর উত্তরার নিজ বাসায় অগ্নিদগ্ধ হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরায় নিজ বাসায় অগ্নিদগ্ধ হওয়ার পর তানিয়াকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে সিএমএইচে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ৬ তলা ওই ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে বাসার ভেতর থেকে ওই নারীকে দগ্ধ অবস্থায় বের করে আনা হয়।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুনের খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা পৌঁছানোর আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।

এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। বাসার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুহাম্মদ ইউসুফ সোশ্যাল মিডিয়ায় পরিচিত। শাহজালাল বিমানবন্দরের অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনা আসেন ইউসুফ। পরে তাকে দুদক পরিচালক করা হয়।

আপনি আরও পড়তে পারেন