দোহারে নতুন কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন !

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের অর্থায়নে উত্তর শিমুলিয়া এলাকায় একটি নতুন কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। গতকাল বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলার উত্তর শিমুলিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় নতুন একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়। দোহার উপজেলা স্বাস্থ্য-পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে মো.আলমগীর হোসেন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক ঘরে ঘরে বাচাঁয় প্রান। এ সময়ে স্থানীয়রা প্রধান অতিথির কাছে দাবী তুলেন, মেঘুলা-জালালপুর- টিকরপুর রাস্তাটি প্রসস্তকরনসহ ছিনতাই,চুরি-ডাকাতি রোধে একটি পুলিশ ফাড়িঁ একান্ত জরুরী। উপস্থিত সবাইকে আশ^স্ত করতে প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন,বিষয়টি ঢাকা-১,(দোহার-নবাবগঞ্জ)আসনের এমপি ও প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান-এফ রহমানকে জানিয়ে জনসাধারনের দূর্ভোগ লাঘবে ও স্থানীয়দের ইচ্ছার প্রতিফলন ঘটানো হবে ইনশাল্লাহ। এসময়ে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.সুজাহার বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী,বিশিষ্ট সমাজ-সেবক আখতারুজ্জামান খালাসী,নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন- আহবায়ক মো.সেলিম তালুকদার,আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক জয়নাল আবেদীন,বর্ষিয়ান আ’লীগ নেতা হবি খালাসী,শাহজাহান খালাসী,শেখ শাহিন মাহমুদ,যুবলীগের সদস্য মামুন আহসান,সোহেল তালুকদার,মনির তালুকদার,কমিউনিটি ক্লিনিকের জমিদাতা সদস্য মিরাজ খালাসী,ফিরোজ খালাসী,ছাত্রলীগের সাবেক নেতা জাবেদ ভুইয়া,রিকি প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন