কয়রায় ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণ

ওবায়দুল কবির(সম্রাট);কয়রা:-শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যে নিয়ে কয়রায় ৪৮তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ফুটবল,বিভিন্ন সাঁতার প্রতিযোগিতার ফাইনাল খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়। এখান থেকে প্রতি ইভেন্টের বিজয়ী দল জেলা পর্যায়ে অংশ নিবে। আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা এই সমাপ্তি দিনে ফুটবল খেলার জগতে উপজেলার সাড়াজাগানো এবং বারবার উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জনকারী কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৩-০) গোলে গ্রাজুয়েট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন দল ও বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে এবং চোকুনি ইসলামিয়া দাঃ মাঃ সহকারী শিক্ষক আঃ হালিম এর ধারা বিবরণীতে উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ,উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান এস এম হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, কয়রা মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবু বিকাশ চন্দ্র মন্ডলসহ উপজেলার স্কুল-মাদ্রাসার প্রধানগণ, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী এবং হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিল নজর কাড়া । খেলা পরিচালনা করেন সাতহালিয়া গাউসুল আজম দাঃ মাঃ সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম,উত্তর বেদকাশি কলেজিয়েট স্কুল এর ক্রীড়া শিক্ষক মিহির কান্তি মন্ডল, মদিনার দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাক,বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক দিপক কুমার মিস্ত্রি।

আপনি আরও পড়তে পারেন