দোহারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আন্ত:ইউনয়িন(অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এ খেলায় মোট ৯টি দল অংশগ্রহন করেন।ফাইনাল খেলায় মুকসুদপুর ইউনিয়ন ও রায়পাড়া ইউনিয়ন অংশ গ্রহন করেন। ১-০ গোলে চাম্পিয়ন হন মুকসুদপুর ইউনিয়ন।রানার্সআপ হন রায়পাড়া ইউনিয়ন।
গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলার নুরপুর খেলার মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
ফাইনাল খেলার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল,সাধারন-সম্পাদক আলী আেহসান খোকন শিকদার,ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী,মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এম এ হান্নান,কুসুমহাটি ইউপি চেয়ারম্যান মো.আমজাদ হোসেন আজাদ, উপজেলা প্রধান প্রকৌশলী কবির উদ্দিন শাহ,পৌরসভার প্রধান প্রকৌশলী মশিউর রহমান,দোহার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী খুরশীদ আলম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বসাক রানী সাহা,মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান খান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মো. আলমাস উদ্দিন, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন