দোহারে তিন মাদক ব্যবসায়ীকে আলাদতে সোপর্দ ।

 

দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলায় তিন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে আদালতে সোপর্দ করেন দোহার থানা পুলিশ।আটককৃতদের কাছ থেকে ২৭৫ পুড়িয়া হোরোইন ও ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত হলেন উপজেলার চরজয়পাড়া এলাকার মাঈনুদ্দিনের ছেলে রাজিব(২৩ ও আশিষের ছেলে সফর আলী@শাহাদ(২৫) এবং নবাবগঞ্জ উপজেলার বন্ধনপাড়া গ্রামের খোরশেদের ছেলে সজল(২৫)।গতকাল সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়,রোববার দুপুরের দিকে এ এস আই মনিরুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর জয়পাড়া ফোরকানিয়া মাদ্রাসার রাস্তার সামনে অভিযান চালিয়ে রাজিব,সফর আলী @শাহাদ এবং সজলকে ২৭৫ পুরিয়া হোরোইন ১৫টি ইয়ারা ট্যাবলেট উদ্ধার করা হয়।তাছাড়াও রাজিবের মা’র বিরুদ্ধেও মাদক বিক্রির অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ।
এ বিষয়ে নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান,আটককুতরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

আপনি আরও পড়তে পারেন