দোহারে কাবিখা-টিআর প্রকল্পের আওতায় গ্রামীন অবকাঠামোর উন্নয়ন করেছে উপজেলা পরিষদ।

 

মাহবুবুর রহমান টিপু/আবুল হাশেম ফকির দোহার থেকে:

২০১৮-১৯ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ-সংস্কার ও অতি দরিদ্রদের মাঝে কমসংস্থানের লক্ষে প্রায় শতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে দোহার উপজেলা পরিষদ।
দোহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো.আলী নুর এর কাছে ২০১৮-১৯ অর্থ বছরের আওতায় কাবিখা-কাবিটা,টিআর প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আলী নুর দৈনিক আগামীর সময়কে জানান,প্রায় শতাধিক প্রকল্পের কাজ শেষ করা হয়েছে।তিনি আরও বলেন এই প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন অবহেলিত মাটির রাস্তা তৈরী করা এবং তা সংস্কার করা।এছাড়াও গ্রামীন জনপথের বিভিন্ন রাস্তায় সোলার স্ট্রীট লাইট স্থাপন,মসজিদে সোলার আইপিএস স্থাপন এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ভরাট সহ অতি দরিদ্রদের কমসংস্থানের লক্ষে প্রায় শতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছেন বলে তিনি জানান।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সাথে আলাপকালে তিনি দৈনিক আগামীর সময়কে জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে গ্রামীন অবকাঠামোর উন্নয়ন ঘটেছে।আমরা ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ-সংস্কার ও অতি দরিদ্রদের মাঝে কমসংস্থানের লক্ষে প্রায় শতাধিক প্রকল্পের কাজ স্বচ্ছতার সাথে দোহার উপজেলা পরিষদের সকল সদস্যদের নিয়ে বাস্তবায়ন করেছি।আগামীতে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ ও প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নিরলস প্রচেষ্টায় উপজেলার গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ-সংস্কার ব্যাপক করা হবে।

আপনি আরও পড়তে পারেন