চাঁদা না দিলে কমলাপুরের টর্চার সেলে নিয়ে নির্যাতন করতো খালেদ

ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজিসহ নানা অভিযোগ। এরই মধ্যে খোঁজ মিলেছে খালেদের কমলাপুরের টর্চার সেলের। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে সেই টর্চার সেলে নিয়ে নির্যাতন করা হতো।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে এই টর্চার সেলের সন্ধান পায় র‌্যাব-৩ এর একটি দল।

র‌্যাব জানায়, টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো।

র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় বলেন, খালেদের টর্চার সেলে অভিযান চলছে।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ইয়াবাসহ আটক করে র‌্যাব।

আপনি আরও পড়তে পারেন