দিল্লিতে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে শঙ্কা

বায়ু দূষণে এ বছরের সব থেকে খারাপ অবস্থায় পৌঁছে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বায়ু দূষণের এই মাত্রাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। বায়ুদূষণের জেরে গত বছর দিল্লির দৃশ্যমানতা কমে গিয়েছিল। যার জেরে বহু ম্যাচ বাতিল হয়। এমনকী শ্রীলঙ্কার ক্রিকেটাররা ফিরোজ শাহ কোটলায় ম্যাচ খেলতে নেমেছিলেন মুখে মাস্ক পরে। এবারও অবস্থা সেরকমই।

৩ নভেম্বর দিল্লিতে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। কিন্তু বায়ুদূষণের জেরে এবার সেই ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নভেম্বর পর্যন্ত দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বাড়তে পারে। ফলে কমতে পারে দৃশ্যমানতা। তার উপর বাতাসে দূষিত ধূলিকণার মাত্রা বাড়ার শঙ্কাও থাকছে। এমন পরিবেশে ম্যাচ আয়োজন সম্ভব হবে কি না সেটাই দেখার।

দিপাবলির আগের রিপোর্ট বলছে, দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। দিল্লির বাতাসের একিউআই স্তর উদ্বেগজনক। আগামী এক মাসের মধ্যে অবস্থা ভালো হওয়ার আশা কম।

যদিও ডিডিসিএ’র তরফে জানানো হয়েছ, বায়ুদূষণে তাদের নিয়ন্ত্রণ নেই। তবে ম্যাচ আয়োজনের যাবতীয় প্রস্তুতি তারা সেরে ফেলেছে।

এদিকে, বিসিসিআই আশা করছে, নভেম্বরের শুরুতেই অবস্থা নিয়ন্ত্রণে চলে আসবে।

ভারতীয় বোর্ড’র তরফে জানানো হয়েছে, বাংলাদেশ দলের সফর সুবিধাজনক করতেই দিল্লিতে প্রথম ম্যাচ রাখা হয়েছে। সাকিব আল হাসানরা দিল্লিতে এসে প্রথম ম্যাচ খেলবেন। এরপর কলকাতায় টেস্ট খেলে রওনা হবেন দেশের উদ্দেশে।

নাগপুর, রাজকোট ও ইন্দোরে বাকি ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। পুরো কার্যক্রম রাখা হয়েছে বাংলাদেশ দলের সফর আরামদায়ক করার জন্য।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন