ঝিনাইদহে পিঁয়াজের বাজারে আগুন ॥ ২০০টাকা কেজি

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের বাজারে আগুন হঠাৎ কে দহ নতুন হাট খোলা থেকে কয়েকজন পিয়াজ ক্রেতার সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে জানান ঝিনাইদহে পেয়াজের বাজারে এটা একটা রেকর্ড হয়ে থাকবে। ষাটর্ধো বয়স্ক হাবিবুর র পিঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ২০০টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। ঝিনাইদহের বিভিন্ন বাজারে খোজ নিয়ে জানা গেছে ঝিনাইদহ পাইকারী বাজারে ১৮০ টাকা দরে পিঁয়াজ বিক্রয় হলেও খুচরা বাজারে বিক্রয় করছে ২০০টাকা দরে। গত দুদিন আগেও ঝিনাইদহ শহরের নতুন হাট খোলা থেকে শুরু করে ঝিনাইদহ ট বাজার, ওয়াপদা বাজার, পুরাতন হাট খোলা, আরাপপুর কাঁচা বাজার, পাগলাকানাই কাঁচা বাজারসহ বিভিন্ন বাজারে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রয় করা হচ্ছিল কিন্তু হঠাৎ করে পিয়াজের বাজারে আগুন দেখা দিয়েছে। ঝিনাইরহমান জানান বাংলাদেশ স্বাধীনের পর ঝিনাইদহের বাজারে আমরা কখনো পিয়াজের এমন দাম দেখিনি।
পিয়াজের দাম কবে নাগাদ কমতে পারে তার কোন সদোত্তর কেউ দিতে পারছেন না বা আর কি পরিমান বাড়তে পারে তা বলাও দুষ্কর হয়ে পড়েছে ব্যবসায়ীদের।এনিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন