জগন্নাথপুরে জেএসসি পরীক্ষার উত্তর পত্র গায়েবঃ থানায় জিডি

 মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রের ১টি হল থেকে ১৫ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার গণিত পরীক্ষার দুই পরীক্ষার্থীর উত্তর পত্র হারিয়ে যাওয়ায় কেন্দ্রের এই হলের দায়িত্ব প্রাপ্ত ৩জন হল পরিদর্শক থানায় জিডি করেছেন। পরীক্ষা কেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে । গত বছর অর্থাৎ ২০১৮ সালে গণিত পরীক্ষায় অকৃতকার্য ৬টি বিদ্যালয়ের ৯৮ জন পরীক্ষার্থী কেন্দ্রের ৮নং হলে গণিত পরীক্ষায় অংশ নেয়। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীরা উত্তর পত্র হল পরিদর্শকের কাছে জমা দিয়ে হল ত্যাগ করেন। এই হলে ১জন নারী শিক্ষক ও ২জন পুরুষ শিক্ষক সহ ৩ জন হল পরিদর্শক উত্তর পত্র গুণতে গিয়ে ৯৮টি উত্তর পত্রের মধ্যে ৯৬টি পান। ২টি উত্তর পত্র না পাওয়ায় হল পরিদর্শক ৩জন দিশে হারা হয়ে পুরো হল এবং হলের আশ-পাশ খুঁজতে থাকেন। উত্তর পত্র দু’টি না পাওয়ার বিষয়টি কেন্দ্র সচিব স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলীকে জানানো হলে কেন্দ্রে দায়িত্বরত অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা পুরো কেন্দ্রের হল ও আশ-পাশের স্থান তল্লাশী শুরু করে উত্তর পত্র ২টি খুঁজে পেতে ব্যর্থ হন। হারিয়ে যাওয়া উত্তর পত্র ২টির পরীক্ষার্থীরা জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা আক্কাছ আলীর মেয়ে ফাইমা বেগম এবং শেরপুর এলাকার শাহিনুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার নিপার কাছে কেন্দ্রের হলে দায়িত্ব প্রাপ্ত ওই শিক্ষকরা ছুটে যান। এবং হারিয়ে যাওয়া ২টি উত্তর পত্রের খোঁজ নিয়ে ও তারা ব্যর্থ হন। দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তর পত্র ২টির সন্ধান না পেয়ে রাত ৯টায় কেন্দ্রের হল পরিদর্শক প্রদীপ রঞ্জন দাস, মো. শাহ আলম ও ফুলনেছা তাহেরা উত্তর পত্র ২টি হারিয়ে যাওয়ার বিষয়ে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরী করেন। কেন্দ্র সচিব স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি ছায়াদ আলী জানান, প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে জেএসসি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তবে পরীক্ষার হল থেকে ২টি উত্তর পত্র হারিয়ে যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হলের কর্তব্যরত হল পরিদর্শকগন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, হল পরিদর্শকগন দায়িত্বে অবহেলা করেছেন কি না সেটা তদন্তে প্রমানিত হবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ভাবে জানানো হয়েছে। গণিত পরীক্ষার উত্তর পত্র যথাযথ নিয়মে পাঠানো হয়েছে এবং হারিয়ে যাওয়া ২টি উত্তর পত্রের ঘটনা তাৎক্ষনিক ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে মুঠোফোনে জানানো হয়েছে। এদিকে উত্তর পত্র হারিয়ে যাওয়ার খবর শুনে দুই শিক্ষার্থীর পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন