দোহার নবাবগঞ্জে ৩০ ব্যবসায়ীর অর্থদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে লবণ বিক্রি ও লবণ মজুদ রাখার অভিযোগে ৩০ ব্যবসায়ীকে অর্থদ- করেছে ভ্রাম্যমাণ আদালত। নবাবগঞ্জে মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৩ ব্যবসায়ীরকে আটক করে অর্থদ- করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাদ্দীন মনঞ্জুর ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন মঞ্জু বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল সর্বদা গুজব ছড়াতে তৎপর রয়েছে। তাই গুজব রোধে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। অন্যদিকে, দোহার উপজেলায় ১৭জন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থদ- করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যেতি বিকাশ চন্দ্র জানান, মঙ্গলবার বিকেল থেকে বুধবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা তাদের আটক করা হয়।

আপনি আরও পড়তে পারেন