ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে ২৪১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। ইডেন গার্ডেন্স টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ৯ উইকেটে ৩৪৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ইন্দোর টেস্টের মতো ইডেন গার্ডেন্সেও ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ দল। শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম অনিক ও অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

ভারতীয় পেসার ইশান্ত শর্মার শিকারে পরিনত হওয়ার আগে সাদমান ও মুমিনুল ৫ ও ৬ বল খেলার সুযোগ পান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে টাইগারদের সংগ্রহ ৭ রান।

উইকেটে আছেন, ইমরুল কায়েস (৩) এবং মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ভারতের থেকে বাংলাদেশ পিছিয়ে আছে ২৩৪ রানে।

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ঐতিহাসিক দিবা-রাত্রিরে টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করে ভারতীয় পেসারদের গুতির তাণ্ডবের শিকার হয়ে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ দল।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন