শেরপুরে ধর্ষণের শিকার পিএসসি পরীক্ষার্থী

শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় এক প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী (পিএসসি) ধর্ষণের শিকার হয়েছে। গেল রোববার বিকেলে পরীক্ষা শেষে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে হাবিবুল্লাহ নামের এক রিকশাচালক। নির্যাতনের শিকার কিশোরীকে শেরপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর পুলিশ আসামিকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। নির্যাতনের শিকার স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ে এবার উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাঘবেড় কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে।

epsoon tv

সেই কেন্দ্রে আনা-নেওয়ার জন্য চুক্তিতে ঠিক করা হয় প্রতিবেশী রিকশাচালক দুই সন্তানের জনক হাবিবুল্লাহকে। চুক্তি অনুযায়ী হাবিবুল্লাহ প্রতি পরীক্ষার দিন স্কুলছাত্রীকে বাঘবেড় পরীক্ষা কেন্দ্রে আনা-নেওয়ার কাজ করে। রোববার ছিল পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষ হলে রিকশাচালক হাবিবুল্লাহ তার মেয়েকে পাহাড় দেখানোর কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে জোর করে মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়-ভীতি দেখায়। বাড়ি ফিরে ওই কিশোরী অস্বাভাবিক আচরণ করায় সন্দেহ হয়। পরে কারণ জানতে চাইলে সে সবকিছু খুলে বলে। গতকাল সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রীকে চিকিৎসার জন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান। এদিকে, ঘটনার পর অভিযুক্তকে ধরতে নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় ভিকটিমের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হানিফ আহমেদ তৌফিক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে শেরপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল আরটিভি অনলাইনকে জানান, ভিকটিমের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

আপনি আরও পড়তে পারেন