রায়ে রাষ্ট্রপক্ষের সন্তোষ, বড় মিজানের বিরুদ্ধে আপিল

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার ৭ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টার কিছু পর আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু। তিনি বলেন, যে রায় ঘোষণা করা হয়েছে তাতে আমরা খুশি। মামলায় একজন খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

মিজানুর রহমান ওরফে বড় মিজানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাজারবিঘি চাঁনপুরে। ২০১৬ সালের ২ নভেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান হামলায় ব্যবহৃত বিস্ফোরক সরবরাহে সহায়তা করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

তবে নিজেকে নির্দোষ দাবি করে মিজান আদালতে বলেছিলেন, তিনি একজন মাছ ব্যবসায়ী, শুধু নামের মিলের কারণে তাকে আসামি করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন