ড্র করেও শেষ ষোলোতে ম্যানসিটি

শাখতার-শামুকে পা কেটেও খুব একটা রক্তক্ষরণ হয়নি ম্যানচেস্টার সিটির। কেননা চ্যাম্পিয়ন্স লিগে তার আগেই নিজেদের অবস্থান মজবুত করে নেয় দলটি। তাতে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে শাখতার দোনেৎস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেও শেষ ষোল’র টিকিট নিশ্চিত করল সিটিজেনরা।

গ্রুপ পর্বে ৫ ম্যাচ অংশ নিয়ে ১১ পয়েন্ট জমা করে ম্যানচেস্টার। আর টেবিলের দুই নম্বরে থাকা শাখতার সিটির সমান ম্যাচ খেলে তুলেছে মাত্র ৬ পয়েন্ট। আর তিনে থাকা ডায়নামোর পয়েন্টও শাখতারের কাছাকাছি।

এ দিন ঘরের মাঠ ইতিহাদে দলের এক নম্বর ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকে ছাড়াই নামে ম্যানচেস্টার। যার শূন্যতা প্রথমার্ধেই টের পেয়েছে দলটি। প্রিমিয়ার লিগে উড়তে থাকা সিটি গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালায়। প্রথম ৪৫ মিনিট পায়নি কোনো সফলতার দেখা।

তবে দ্বিতীয়ার্ধে পা রাখার পর সিটিকে উদযাপনের উপলক্ষ এনে দেন গুন্ডোগন। ৫৬তম মিনিটে তার গোলেই লিড নেয় স্বাগতিকরা। যদিও খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। ৬৯তম মিনিটে মানর সোলোমানের গোলে সমতায় ফেরে শাখতার। বাকি সময় অনেকবার আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের সুযোগ পায়নি সিটি।

আপনি আরও পড়তে পারেন