বিপিএলে কোন দলে, জানেন না গেইল

হঠাৎ ক্রিকেট নিয়ে একটু উদাসীন তিনি। ক’দিন আগে দক্ষিণ আফ্রিকার লিগ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। এবার বললেন বিপিএলে কিভাবে কখন তার নাম উঠল জানেনও না।

প্লেয়ার্স ড্রাফটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গেইলকে দলে টানে। দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজেও ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটারকে নিয়ে চলছে বেশ প্রচারণা।

তারই মাঝে মুখ খুললেন গেইল,‘আমি বিগব্যাশেও অংশ নিচ্ছি না। জানতাম না আমার নাম বিপিএলে গিয়েছে। এরই মধ্যে ড্রাফটের মাধ্যমে একটি দল আমাকে নিয়ে নিয়েছে। কি হচ্ছে, আসলে কিছুই বুঝতে পারছি না।’

এ দিকে আসছে ভারত সফরেও দেশের হয়ে মাঠে না নামার কথা বলেছেন তিনি। আপাতত ২২ গজ থেকে ছুটি নিতে চান গেইল, ‘ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে আমাকে ওয়ানডে খেলতে বলা হয়েছিল। আমি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচকরা চেয়েছিলেন আমি তরুণ তারকাদের সঙ্গে খেলি। তবে আমি বিরতি নিতে চাচ্ছি।’

উল্লেখ্য, ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বিপিএলের। এরপর ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যেখানে এবার অংশ নেবে সাত নতুন দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

আপনি আরও পড়তে পারেন