ইছামতি নদী খনন কাজ শুরু

৬৪ জেলায় ছোট নদী, খাল, জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ইছামতী নদী খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্বাবধায়নে খনন কাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলী মাঈন উদ্দিন, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান আজিম খান, মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, হরিরামপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গাজী বনি ইসলাম রুপক, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক কামরুল হাসান ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ কর্তৃক হরিরামপুর উপজেলার ৫টি ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ইছামতী নদীর ১৯ কিলোমিটার অংশে খনন করা হবে।

আপনি আরও পড়তে পারেন