‘বুড়ো’ গিবসও আসছেন বিপিএলে

বঙ্গবন্ধু বিপিএলে এবার অনেক কিছুই নতুন। কোচ, খেলোয়াড় থেকে শুরু করে নিয়ম-নীতি এমনকি দলেও রয়েছে নতুনত্বের ছাপ। এবারের আসরে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্সেল গিবস। তবে ২২ গজে নয়, ডাগআউটে দেখা যাকে তাকে।

গিবসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিলেট থান্ডার্স। ৮ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে তার। প্রথমে সিলেটের কোচ করা হয়েছিল সারওয়ার ইমরানকে। পরে ডিরেক্টর অব কোচিং করা হয় তাকে। হার্শেল গিবসের হাতেই এখন সিলেটের ভাগ্য।

দক্ষিণ আফ্রিকানের কোচিং ক্যারিয়ার তেমন সমৃদ্ধ নয়। এ বছর জুনে ইউরো টি২০ স্ল্যামে রটারডাম রাইনসের প্রধান কোচ ছিলেন তিনি। সেদিক থেকে দেখলে বিপিএল দিয়ে কোচিং ক্যারিয়ারের মূল মঞ্চে পা রাখবেন গিবস।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বিপিএলের। এরপর ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যেখানে এবার অংশ নেবে সাত নতুন দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

আপনি আরও পড়তে পারেন