এনআইডি জালিয়াতি: ইসির ২ কর্মচারী কারাগারে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি মামলায় নির্বাচন কমিশনের দুই কর্মচারীকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ওসমান গণির আদালতে তারা আত্মসমর্পণ করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তারা হলেন- সাগর চৌধুরী ও সত্য সুন্দর দে। তারা ঢাকায় নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি উইংয়ের অধীনে প্রকল্পে কমর্রত আছেন।

এ বিষয়ে পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) মো. কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, সাগর চৌধুরী ও সত্যসুন্দর দে কোতোয়ালী থানায় দায়ের হওয়া রোহিঙ্গা এনআইডি সংক্রান্ত মামলার আসামি। তারা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। একইসঙ্গে তারা জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন