১০ ডিগ্রি সেলসিয়াসে নামল সর্বনিম্ন তাপমাত্রা

দেশের অধিকাংশ অঞ্চলেই এরইমধ্যে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। তবে চলতি বছরের মধ্যে গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রথমবারের মতো সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ২ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তার পরবর্তী ৫ দিন রাতের তাপমাত্রা কমতে পারে।

সূর্যাস্ত থেকে পরদিনের ভোর, মাঝে রাতের কয়েকটা ঘণ্টা শীত; এখনই দুর্ভোগ এনেছে উত্তরের গ্রামীণ জনজীবনে। আর্থ সামাজিক অবস্থার সঙ্গে মানুষের দুর্ভোগের স্তরেও আছে ভিন্নতা। প্রান্তিক মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী শীত মোকাবিলা করে। তবে ছেঁড়া লেপ-কাঁথা আর খড়কুটোর আগুনই এই দুর্যোগ মোকাবিলার প্রধান অস্ত্র এ জনপদে।

এলাকাবাসীরা বলেন, ঠান্ডা তো ঠান্ডায়। ঠান্ডার কারণে কাজ করা যায় না। একারণে কোনও কাজ করতে পারছি না।

ভৌগোলিক অবস্থানের কারণে শীতপ্রবণ এ অঞ্চলে দিনের বেলা এখনও কিছুটা তাপ বিকিরণ করছে সূর্য। ডিসেম্বরের শেষ সপ্তাহে সক্রিয় হবে মৌসুমি বায়ু। এখন তাপমাত্রা ১০/১১ সেলসিয়াসে ওঠানামা করলেও তখন অনেক নেমে যাবার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া বিভাগ।

আপনি আরও পড়তে পারেন