দোহারে দুর্বৃত্তের আগুনের পুড়লে কৃষকের খড়ের গাদা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল কৃষক মোশারফ হোসেনের স্ততৃকৃত খড়ের গাদা। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ কবরস্থান এলাকার সড়কের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে লক্ষীপ্রসাদ কবরস্থান সড়কের পাশে রাখা খড়ের গাদায় স্থানীয়রা আগুন জ্বলতে দেখেন। মুহুর্তে পুরো খড় পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে কৃষক মোশারফ হোসেন ক্ষতিগ্রস্ত হন।
কৃষক মোশারফ হোসেন জানান, কয়েকদিন আগে ২বিঘা জমির ধান মাড়াই করে খড়গুলো স্তুপ আকারে রাখা হয়েছি। এ সময়ে কাঁচা ঘাসের সংকট থাকায় বাড়তি দাম পাওয়ার আশায় বিক্রির উদ্দেশ্য ছিল। খড়গুলো বিক্রিও করা হয়েছিল। কিন্তু পুড়ে যাওয়ায় কারনে আমাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হলো। তবে কে বা কারা আগুন লাগিয়েছে এ ব্যাপারে ধারণা পাওয়া যায়নি। এ ব্যাপারে দোহার থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন বিকেলে লক্ষীপ্রসাদ করবস্থান সড়কে এলাকার ও বহিরাগত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা অবস্থান নিয়ে মাদক বেচাকেনা ও সেবন করে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

আপনি আরও পড়তে পারেন