ক্রিকেটার যখন অপহরণকারী প্রকাশ

রীতিমত চমকে যাওয়ার মতো ঘটনা। আর সেটাই কি-না করলেন রবিন মরিস নামের এক ভারতীয় ক্রিকেটার। মুম্বাইয়ের এক ঋণ এজেন্টকে অপহরণ করার দায়ে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

তিন কোটি টাকা ঋণ দরকার, এ জন্য মুম্বাইয়ের এক এজেন্টকে দায়িত্ব দিয়েছিলেন রবিন মরিস। সে উদ্দেশ্যে এজেন্টকে কমিশন বাবদ মোটা অঙ্কের টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু কাজের কাজ না হওয়ায় এমন পথ বেছে নেন।

সেই এজেন্টকে অপহরণ করে টাকা আদায় করার পরিকল্পনা করেন মরিস ও তার চার বন্ধু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুম্বাই পুলিশকে এই তথ্যই দিয়েছেন এই ক্রিকেটার।

ছক করেই অপহরণ করেন মরিস। প্রথমে এজেন্টকে মুম্বাইয়ের কুরলা স্টেশনের কাছে এক রেস্টুরেন্টে আসতে বলেন। তারপর চার বন্ধুর সাহায্যে সে রেস্টুরেন্ট থেকে জোর করে এজেন্টকে তুলে নিয়ে যান। সেখান থেকেই এজেন্টের বাড়িতে ফোন করে টাকা দাবি করেন মরিস।

উল্লেখ্য, জাতীয় দলে না খেললেও মুম্বাইয়ের ক্রিকেটে পরিচিত মুখ মরিস। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৪২টার মতো। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৫০টি। এ ছাড়া আরও দুই টি২০’তেও অংশ নেন তিনি।

আপনি আরও পড়তে পারেন