সেই মাবিয়ার গলায় আরেক স্বর্ণ

২০১৬ সালে ভারতের গোয়াহাটিতে এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। সে সময় বাংলাদেশের জাতীয় সংগীত শুনে অনেকটা আবেগ হারিয়ে ফেলেন তিনি। জাতীয় পতাকার দিকে তাকিয়ে স্যালুট দিতে দিতেই চোখের জলে গা ভাসান।

এবার এস এ গেমসে ভারোত্তোলনে নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জিতেছেন সেই মাবিয়া। অপরদিকে ৮১ কেজিতে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা।

উল্লেখ্য, চলমান এস এ গেমসে বাংলাদেশ থেকে ৬২১ জন অ্যাথলেট অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। ডিসিপ্লিনগুলো হলো- আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফুটবল, গলফ, ফেন্সিং, খো খো, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সাঁতার, ক্রিকেট, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।

আর সবমিলিয়ে এবারের আসরে মোট ৩২৫০জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। ১ হাজার ১১৯টি পদকের জন্য লড়বেন ক্রীড়াবিদরা। তার মধ্যে স্বর্ণ ৩১৭টি, রৌপ্য ৩১৭টি ও ব্রোঞ্জ ৪৭৯টি।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন