হ্যাটট্রিক কিং

ক রাতে দুটো অর্জন যোগ হলো লিওনেল মেসির নামের পাশে। তার হ্যাটট্রিকেই শনিবার মায়োর্কার বিপক্ষে ৫-২ গোলে জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।

ম্যাচের ১৭, ৪১ ও ৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। যা চলতি মৌসুমে মেসির দ্বিতীয়। এরই সঙ্গে তারকা এ ফুটবলার পেছনে ফেলেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। লা লিগায় এতদিন সমান ৩৪টি হ্যাটট্রিক ছিল রোনালদো ও মেসি। তবে এখন ৩৫টিতে সবার ওপরেই মেসি।

গত ৯ নভেম্বর সেল্তা ভিগোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ে হ্যাটট্রিক করে রেকর্ডটিতে রোনালদোর পাশে বসেছিলেন মেসি। এ নিয়ে ২০১৯ সালে লিগে মোট চারটি হ্যাটট্রিক করলেন তিনি। এক বছরে এতগুলো হ্যাটট্রিক সর্বশেষ মেসি করেছিলেন ২০১৪ সালে।

এছাড়া চলমান মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেলেন মেসি। তার ঝুলিতে এখন ১২ গোল। পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদের আরেক তারকা করিম বেনজেমাকে। তিনি করেন ১১ গোল।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন