নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি সালাউদ্দিন

 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের বেনুখালীর বাসিন্দা, মো. সালাহউদ্দিন খান প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ৭৭নং বিজি চরচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি দেশের বৃহত্তম বাণিজ্যিক সংস্থা ইউনিক গ্রুপের সহ-পরিচালকের (অর্থ ও হিসাব) দায়িত্বপালন করছেন। এছাড়াও তিনি সিঙ্গাপুর-বাংলাদেশ ওটিসি’র ফাইন্যান্স সেক্রেটারী, স্থানীয় বিজিসি সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করছেন। বিদ্যালয় সূত্র জানায়, ২০১৭ সালের শেষ দিকে বিজি চরচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সালাহউদ্দিন খান।
তিনি সভাপতির দায়িত্ব গ্রহণের পর বিগত ২০১৮ সালে সমাপনি পরীক্ষায় ৪টি জিপিএ-৫ ও ৩টি বৃত্তিসহ শতভাগ পাশের হার ছিল। এছাড়া ২০১৯
সালে সমাপণি পরীক্ষায় বিদ্যালয়ের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা পারভিন বলেন, মো. সালাহউদ্দিন খান
সভাপতি হওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ঘটেছে। তাছাড়া তাঁর নিজস্ব অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মান, শিক্ষক
মিলনায়তন কক্ষ এবং শ্রেণি কক্ষে আসবাবপত্র ও ট্রাইলস দ্বারা উন্নয়ন, শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছেন। বাস্তায়নের
অপেক্ষায় আছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও একটি ডিজিটাল লাইব্রেরী। যা আমাদের ভবনায়ই ছিলো না। মো. সালাহউদ্দিন খান বলেন, এই প্রাপ্তি বিদ্যালয় সংশ্লিষ্ঠসহ এলাকাবাসীর। সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের আরো উন্নয়ন করতে চাই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ বলেন, উপজেলার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিজি চরচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়
বিশেষ ভূমিকা রাখার জন্য মো. সালাহউদ্দিন খানকে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন