মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করলেন ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান।

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি:

বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় দোহার উপজেলায় ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান স্মরণ করল সেই শহীদ সূর্যসন্তানদের, যারা দেশের জন্য প্রান দিয়েছিলেন বিজয়ের প্রাকাল্লে। তাদের সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রায় ৫৬৬ জন মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরন করলেন ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান।
এর আগে গতকাল সোমবার বেলা ১১টা ৫ মিনিটে দোহার উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সালমান এফ রহমান।এসময়ে তিনি উপজেলা চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবিন্দদের সংঙ্গে নিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় দোহার থানা পুলিশের গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায়।বিউগলে বেজে ওঠে করুন সুর। সঙ্গে সঙ্গে ঢল নামে হাজারো মানুষের।বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে বেলা সাড়ে ১১টায় উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠনের উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুমি নিবন্ধন অধিদপ্তরের মহা-পরিচালক বিচারপতি খান মো.আব্দুল মান্নান,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল,সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম,মুক্তিযোদ্ধা মো.বেল্লাল মোল্লা,মুক্তিযোদ্ধা করম আলী,নুরুল হক বেপারী,সাধারন-সম্পাদক আলী আহসান খোকন শিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা.আবুল কালাম,এম এ মহিউদ্দিন,ফজলুর রহমান সোনা মিয়া গাজী,দোহার উপজেলা সহকারি কমিশনার(ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র,উপজেলা প্রকৌশলী মো.কবির উদ্দিন শাহ,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুশফিকুর রহমান,দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন