দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দোহারঘাটা এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার নূরপুর মাঠ সংলগ্ন ঢাকা-দোহার আ লিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানান, ২০১৭ সালের ২৫ জুন নূরপুর মাঠ সংলগ্ন নাদু ভূইয়া মার্কেটে বিসমিল্লাহ ভ্যারাইটিস স্টোরের মালিক মনির হোসেনকে দোকানের সার্টার খুলে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তে স্বাভাবিক মৃত্যুর প্রতিবেদন দেয়। এর ২ বছর পর ২০১৯ সালের ৮ আগষ্ট মনিরের বড় ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ৭ সাতজনকে আসামী ও ১৭ জনকে স্বাক্ষী করে হত্যা মামলা দায়ের করলে মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।
মানববন্ধনে ভূক্তভোগী স্বাক্ষী আওয়াল মেম্বার, ফেরদৌস মাষ্টার, মোখলেসুর রহমান, মো. রফিক বলেন, আমরা নিহতের মৃত্যুর ব্যাপারে কিছুই জানিনা। প্রশাসনের কেউ আমাদের এ ব্যাপারে জিজ্ঞাসাও করেনি। কিভাবে স্বাক্ষী করা হল তা বুঝতে পারছিনা।
এ মামলার আসামী জাহাঙ্গীর আলম জানু, আরিফ হোসেন বলেন, গত ২০ বছর ধরে স্থানীয় বিল্লাল হোসেন গংদের সাথে আমাদের পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। একটি স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড সাজিয়ে আমাদেরকে আসামী করা হয়েছে। মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা এ মামলায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিত্রাণ পেতে মাননীয় প্রধানমন্ত্রী ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের সহযোগীতা চাই।

আপনি আরও পড়তে পারেন