অবৈধভাবে প্রবেশের সময় তিন ভারতীয় আটক

লালমনিহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন গেট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় তিন নাগরিককে আটক করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার(২১ ডিসেম্বর) উপজেলার বুড়িমারী ইমিগ্রেশন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। ভারতীয় চ্যাংরাবান্ধা ও বাংলাদেশি বুড়িমারী ইমিগ্রেশন গেট অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে তারা।

আটককৃতরা হলেন- ভারতের জলপাইগুড়ি এলাকার প্রদীপ হকের ছেলে তাপস পাল(২২), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম(২৮) ও ইদ্রিস আলীর ছেলে বুলু হোসেন(১৮)।

এ ব্যাপারে বুড়িমারী কোম্পানী কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, ভুলবশত: ওই তিন নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বর্ডারগাড বাংলাদেশ তিস্তা-২’র ৬১ ব্যাটলিয়নের বুড়িমারী কোম্পানি টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে ভারতীয় ৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের নিকট বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হয় পতাকা বৈঠকের জন্য।

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন