আখেরি মোনাজাতে শেষ হলো তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা

কনকনে শীত উপেক্ষা করে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জয়পুরহাটে শেষ হলো দুই দিনের তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা। এই ইজতেমায় জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুরসহ দেশ-বিদেশের প্রায় ২ লাখ মুসল্লি অংশ নেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজের পর জয়পুরহাট শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই ইজতেমায় আখেরি মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন- ভারত থেকে আগত মাওলানা চেরাগ উদ্দিন।

এ সময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুরসহ দেশ-বিদেশের প্রায় ২ লাখ মুসল্লি এই ইজতেমায় অংশ নেন।

জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম এই জেলা ইজতেমা উপলক্ষে প্রায় এক মাস পূর্ব থেকে নেওয়া হয় নানা প্রস্তুতি। পৌরসভার সহায়তায় মুসল্লিগণের নিজ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে এ ইজতেমা।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন